বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সৈয়দপুরে কর্মশালা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে শনিবার বিকেলে বাঙ্গালীপুর নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আনন্দ স্কুলের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় বহিভুত শিশু ও প্রাথমিক বিদ্যালয় হতে ঝড়ে পড়া সুবিধা বঞ্চিত শিশুর প্রাথমিক শিক্ষা সমাপনী নিশ্চিত করনে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রানালয় কর্তৃক রস্ক ফেইজ-২ প্রকল্পটি পরিচালিত হচ্ছে। সৈয়দপুর উপজেলায় ৫১টি আনন্দ স্কুলে ৯৪১ জন শিক্ষার্থী রয়েছে। একজন টেনিং কোঅর্ডিনেটর এবং ৫ জন পুল শিক্ষক সুপার ভাইজারের দায়িত্ব পালন করছে।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের পরিচালক মুহাম্মদ শাহাদত হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মোরশেকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওসমান গনি, উপজেলা শিক্ষা অফিসার শাজাহান মন্ডল, ট্রেনিং কো অর্ডিনেটর মো: আব্দুল জব্বার, পুল শিক্ষক মো: আজিজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন