শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপ্তাইয়ে কুকুরের কামড়ে ৩০ জন আহত

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলাসংবাদদাতা : শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে হাতে লাঠি কাপ্তাই উপজেলায় সর্বত্র বেওয়ারিশ কুকুর আতংক। কুকুরের কামড়ে আহত হয়েছে ৩০জনেরও বেশী। প্রশাসনের পক্ষ হতে দ্রæত ব্যবস্থা নেওয়ার আহবান। কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় চলতি মাসে ত্রিশজনেরও বেশী বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নেওয়া হয়েছে। এদিকে কুকুর হতে বাঁচার জন্য স্কুল,কলেজ,কর্মকর্তা-কর্মচারীরা হাতে লাঠি নিয়ে চলাফেরা করতে হচেছ। চলতি সপ্তাহে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র এলাকায় কুকুরের উপদ্রোপ ব্যাপক ভাবে বৃদ্বি পাওয়ার দারুন ঘর হতে বাহির হতে পাড়ছেনা। ছোট,ছোট স্কুল,মাদরাসা শিক্ষার্থীদের  হাতে লাঠি নিয়ে বাহির হচেছ কঠোর সাবধানতার মাধ্যমে। বিউবো প্রজেক্ট এলাকায় বাংলা কলোনী,সি বøক,পুরাতন বাজার,ফুলবাগান এলাকায় একই দিনে ১২জনকে কামড় দিয়ে আহত করেছে। কাপ্তাই বিউবো এলাকায় মিজানুর রহমান জিবন, কবিরুল ইসলাম কবির, ওসমান গনি টনু ও আলমগীর চৌধুরীসহ এরা উল্লেখ করেন সর্বত্র পাগলা কুকুর আতংক আমরা ভুগতেছি। ঘর হতে বাহির  হতে পাড়ছিনা। হঠ্যাৎ করে কুকুরগুলো এসে কামড় দিয়ে চলে যায়। কাপ্তাই প্রজেক্ট এলাকা ও জেটিঘাট এলাকায়  লোকজন দুটি কুকুরকে পিটিয়ে মারছে বলে উল্লেখ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন