শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সোনারগাঁয়ে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া গ্রামে ডেকোরেটর ব্যবসায়ী খোরশেদ আলমকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনিদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকালে প্রথমে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা সোনারগাঁ থানায় অবস্থান করে। পরে উপজেলা প্রাঙ্গণে এসে মানববন্ধন করে। মানববন্ধন শেষে বিক্ষোভকরীরা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁ থানায় একটি স্মারক দেয়।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, খোরশেদ আলম এলাকার একজন নিরিহ ব্যবসায়ী। তাকে এলাকার কিছু সন্ত্রাসী দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে। হত্যার তিনদিন পেরিয়ে গেলেও পুলিশ তাদের কাউকে গ্রেফতার করতে পারিনি। আমরা দ্রুত খুনিদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
নিহত ব্যবসায়ী খোরশেদ আলমের বড় মেয়ে ফারিয়া আক্তার বলেন, আমার বাবাকে সন্ত্রাসীরা কুপিয়ে মেয়ে ফেলল, আমি এখন কাকে বাবা ডাকব। এ সময় ফারিয়া প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলেন, আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। মানববন্ধনে একত্মতা জানিয়ে সোনরগাঁ থানার ওসি বলেন, আমরা খুনের ঘটনায় খুবই মর্মাহত। যারা খুন করেছে, আগামী সাত দিনের মধ্যে তাদের গ্রেফতার করা হবে বলে উপস্থিত বিক্ষোভকারীদের আশ্বাস দেন।
এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, খোরশেদ আলম হত্যার ঘটনায় আপনারা যেমন খুনির বিচার চান, আমিও তেমনি তাদের বিচার চাই। সাধারণ জমি নিয়ে একজন মানুষকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করতে পারে এটা আমি বিশ্বাস করতে কষ্ট হয়। আমরা প্রশাসনের উদ্যোগে দ্রুত খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন