শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

তীব্র যানজটে রাজধানী ঢাকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ২:৪১ পিএম

আজ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভা। তাই প্রধান সড়ক দিয়ে মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সভাস্থলের দিকে যাচ্ছেন।
রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে আজ বুধবার সকাল থেকে তীব্র যানজট। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যানজট ক্রমে বেড়েছে।
আজ বেলা ১১টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যেতে দেখা যায় অনেককে। এ জন্য রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। সড়কে বাসের সংখ্যাও কম। এতে বিপাকে পড়েছে বিভিন্ন গন্তব্যের মানুষ। কিছু কিছু এলাকায় বিভিন্ন পরিবহনের বাস সমাবেশে নিয়ে যাওয়ায় সংকট আরও বেড়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় গিয়ে দেখা গেছে, যানজটে আটকে আছে গাড়ি। ছোট ছোট ট্রাকে করে মিছিল নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় অনেক যানবাহনকে ধীরে ধীরে চলতে দেখা গেছে।
সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ কর্মীরা এখনও আসছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন