বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার এক ব্যতিক্রমী উদ্যোগ

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
আপন শৌর্ষ বীর্য মেধা মনন শক্তি ও লড়াকু মনভাবের মাধ্যমে বাঙালি জাতিকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন এমন কিছু ব্যাক্তিত্ত যারা জন্মেছেন এই দেশে। বেড়ে উঠেছেন এ দেশের আলো বাতাশে, আর বিশ্ব ব্যাপি পরিচিত করেছেন এই বাংলাকে। অথচ পশ্চিমা ভাবধারায় উদ্ভুদ্ধ সাস্কৃতিক আগ্রাসানে নুইয়ে পড়া এই দেশের নতুন প্রজন্ম জানেনা এই মনিষিদের কৃর্তি গাথা, ভাষা আন্দোলন কি? মুক্তিযুদ্ধ কি? নতুন প্রজন্মের কাছে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিচয় করিয়ে দিতে ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ আমাদের নেই। সেই দায় বদ্ধতা থেকে সাতকানিয়া থানার সামনে কেন্দ্রিয় শহীদ মিনারের দেওয়ালে পৌর মেয়র জোবায়ের এই প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে। তার এই উদ্যোগে সাগত জানিয়ে হাত বাড়িয়েছেন সাংবাদিক ও বুদ্ধিজিবীরা। সাতকানিয়া থানার কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন আশপাশের বেশ কয়েকটি স্কুল রয়েছে। এই মোড় পার হয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করে। দুঃখ জনক হলেও বলতে হয় এ প্রজন্ম যতটানা হ্যারি পাটারকে চেনে ততটা মাষ্ঠারদা সূর্যসেনকে চেনে না। বাংলাদেশের জন্ম ইতিহাস মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে ক’জন জানে এটা দুর্ভাগ্য। আমরা ছাইছি ৫২ ভাষা আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে কৌতুহল সৃষ্টি হোক। তারা প্রশ্ন করুক, জানুক, স্কুল শিক্ষার্থী তৈয়বা বলেন, পাঠ্য বইয়ে এই সম্পর্কে পড়েছিল দেওয়ালে ছবির পাশে বাণী গুলো দেখে মনে হচ্ছে আমরা তাদের মুখোমুখি। তারা যেন বলছেন কুন পথে চলতে হবে। কি ভাবে পূর্ণ মানুষ হতে হয়। পাশের দুই বান্ধবী মাথা নেড়ে সম্মতি জানায়। এবং তারা বলেন এখান থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্পর্কে ধারণা পেলাম। বিশিষ্ট জনেরা মনে করেণ এতে করে শিশু কিশুর তরুণেরা সহজে সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন