শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সংস্কারের পর পড়ালেখার সুযোগ পেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা

পেকুয়া জুমিয়া পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই চিৎমরম ইউনিয়নের দুর্গমপাহাড়ি এলাকায় ১৯৮৬ সালে স্থাপিত পেকুয়া জুমিয়া পুর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জড়াজির্ণ অবস্থা হতে মুক্তি পেলো, এতে পড়ালেখার সুযোগ পেল ঐ এলাকার ক্ষুদ্র-নৃ গোষ্ঠী শিক্ষার্থীরা। প্রায় প্রতিটি এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ করা হলেও এ এলাকার বিদ্যালয়টি সংস্কার করা হয়নি। সংস্কারের অভাবে জুমিয়া স্কুল ঘরটি নড়ভরে ছিল। পাঠদান দিতে বিভিন্ন সমস্যা হত। স্কুলের চারপাশ ছিল ভাঙা। যার ফলে এলাকার শিক্ষাথীরা পাঠদান করতে গিয়ে ভয় পেত। কখন ভেঙে পড়ে যায়। এলাকার প্রায় ৫০/৬০জন শিক্ষার্থী স্কুলে নিয়মিত লেখা পড়ে করে। শিক্ষক ৫ জনের মধ্যে আছে মাত্র ২জন।
অত্র চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসাঅং মারমা বলেন, বিদ্যালয়টি বহুদিন ধরে সংস্কারবিহীন পড়ে আছে তার মধ্যে শিক্ষক সংকট। পাঁচ জনের মধ্যে আছে ২জন। প্রতিটি মাসিক সভা এ বিদ্যালয়টির মেরামতের কথা বলা হলেও সংস্কার করা হয় না বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিদ্যালয়টি সংস্কার করার জন্য একজন ঠিকাদার গত বছর কাজ নিয়ে সামান্য পরিমান কাজ কর তা ফেলে চলে আসে। এদিকে কাপ্তাই এলজিইডি প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, স্কুল জায়গার মালিক অন্যজন হওয়ায় আপত্তি থাকার দরুন কাজ করা হয়নি বলে উল্লেখ করেন। এদিকে ইউপি চেয়ারম্যান শিক্ষার্থীদের পড়া লেখার পরিবেশ তৈরির করার জন্য এডিবির অর্থায়নে এক লাখ টাকা দিয়ে বিদ্যালয়টি টিনের বেড়া দিয়ে সংস্কার করে দেয় বলে উল্লেখ করেন। বিদ্যালয়ের শিক্ষাথীরা ও অভিভাবকরা বলেন, আমরা অবশেষে জড়াজীর্ণ অবস্থা হতে মুক্তি পেয়েছি। শিক্ষার্থীরাও নিয়মিত পাঠদান করছে। এলাকার অভিভাবকরা অত্র ইউপি চেয়ারম্যানকে এ উদ্যোগের জন্য সাধুবাদ জ্ঞাপন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন