শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সোনাইমুড়ীতে আজমী হত্যার ৪৪ দিন পর লাশ উত্তোলন

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : সোনাইমুড়ীতে শাহ আলম আজমী ওরফে আরজু হত্যার ৪৪ দিনপর গতকাল সোমবার সকালে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে পিবিআই। জেলা প্রশাসক কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামন খানের নেতৃত্বে পিবিআই ও থানা পুলিশের সহায়তায় পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে ফেরন করা হয়। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায় শাহ আলম আজমী ওরফে আরজু বিদেশে থাকার সুজুগে তার বোন লাকি আক্তারের ছেলে রনি (২৫) এর সাথে স্ত্রী সিমা আক্তার শিমু (৩২) এর পরকিয়া সম্পর্ক গড়ে উঠে। একপর্যয়ে মামি-ভাগ্নে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তাদের অনৈতিক সম্পর্ক বিষয়ে একাধিক বার একালায় শালিস হয়। আরজু দেশে ফিরে স্ত্রী শিমুকে খুজে বের করে ফের সংসার শুরু করেন। আজমীর কোটি টাকার সম্পদ আত্মসাৎ করার জন্য স্ত্রী শিমু ও তার প্রেমিক রনি আরজুকে খাবারের সঙ্গে বিষাক্ত দ্রব মিশিয়ে ও শ্বাসরোধে হত্যা করে।
উল্লখ্য যে, গত ২৭ জানুয়ারি স্ত্রী পরকীয়া জের ধরে জুনুদপুর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে কাতার প্রবাসী শাহ আলম আজমী আরজুকে খাবারের সঙ্গে বিষাক্ত দ্রব মিশিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। প্রথমে আত্মহত্যা বলে তার লাশ দাফন করা হয়। পরে ঘটনা জানাজানি হলে স্থানীয় মেম্বার মো: বাবলু আহমদ বাদী হয়ে গত ৫ ফেব্রুয়ারি নোয়াখালী ৩নং আমলী আদালতে অভিযোগ দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন