শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

১৮৫ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে রাউজানের ১৮ তরুণের মাদকবিরোধী র‌্যালি

রাউজান (চট্টগ্রাম) থেকে এম বেলাল উদ্দিন | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

‘মাদককে না বলুন’ এ স্লোগান দিয়ে ১৮৫ কিলোমিটার সড়ক জুড়ে মাদকবিরোধী সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালি করেছে রাউজানের ১৮ তরুণ। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিননগর সেভেন স্টার পরিষদের ১৮ তরুণ বাইসাইকেল চালিয়ে মাদকবিরোধী র‌্যালি করে রাউজান থেকে কক্সবাজার যান। গত ১১ মার্চ হতে ১৪ মার্চ পর্যন্ত তারা চট্টগ্রাম শহর ও কক্সবাজার শহরে মাদকবিরোধী এ কাজটি করেন।
জানা যায়, ১১ মার্চ ভোর ৪টায় তারা ১৮ তরুণ ওসমান, জুয়েল, তহিদ, পারভেজ, রুবেল, মোমিন, রাশেদ, রাজ্জাক, মোস্তাফা, খোরশেদ, বাবুল, আরাফাত, আরমান, জালাল, ইকবাল, মিনহাজ, আশরাফ, সাইফুল বড়ুয়া তারা সকলেই ১৮টি বাইসাইকেল নিয়ে নিজ এলাকার আমিরহাট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। সকাল ৭টায় চট্টগ্রাম শহরের মুরাদপুর, সকাল ৮টায় কর্ণফুলীর নতুন ব্রিজ, সকাল ১০টায় পটিয়া সদর, সকাল ১১টায় চন্দনাইশ, বেলা দেড়টায় লোহাগাড়া পদুয়া বাজার, বিকাল সাড়ে ৪টায় চকরিয়া, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঈদগাহ বাজার এবং রাত ৮টা ৩২ মিনিটে তারা কক্সবাজার গিয়ে পৌঁছে। প্রতিটি পয়েন্টে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে তুলে ধরেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন