গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) সমৃদ্ধি কর্মসূচির আওতায় আয়বৃদ্ধিমূলক ঋণ গ্রহণকারীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দৌলতদিয়া কেকেএস টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন ট্রেনিং সেন্টার (টিভিইটি) হলরুমে ৬ ব্যাচে ১৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। কেকেএস’র সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. শামসুল হক তত্ত¡বধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও কেকেএসের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন কেকেএস’র সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম, অডিট অ্যান্ড মনিটরিং অফিসার মো. আকরাম হোসেন, চীফ কো-অর্ডিনেটর মো. শহিদুল ইসলাম।
উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম পরিচালনায় প্রশিক্ষণে প্রদান করেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হারুন-অর রশিদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন