শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

স্বাধীনতা দিবসে মঞ্চ মাতালেন আইয়ুব বাচ্চু

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে গত সোমবার বিকেলে রাজধানীর এক্সপো জোন ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় স্বাধীনতার শপথ অনুষ্ঠান শীর্ষক কনসার্ট। অনুষ্ঠানে কয়েকটি গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন আইয়ুব বাচ্চু। কনসার্টটি ছিল এসিআই মটরস আয়োজিত ইয়ামাহার সহযোগিতায়। আইয়ুব বাচ্চু বলেন, কথা আর গানে সন্ধ্যাটি মাতানোর চেষ্টা ছিল এলআরবির। প্রথমে জ্যামিং তারপর টানা কয়েকটি গান পরিবেশনা করেছি। তিন ঘণ্টা শ্রোতারা কনসার্টটি উপভোগ করেছে। আয়োজনটা ছিল মূলত গিনেস ওয়াল্ড রেকর্ডের খাতায় নাম লেখানোর। প্রায় ২০০০ মোটর সাইকেল দিয়ে ইয়ামাহার লোগো বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এর উদ্যোগ নেয়া হয়। স্বাধীনতা দিবসে উন্নয়নশীল দেশের খেতাব অর্জনকে এই উদ্যোগটি উৎসর্গ করা হয়। শুধুমাত্র বাইকারদের নিয়ে এই স্বাধীনতার শপথ অনুষ্ঠানে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, তাসকিন, এসিআইয়ের উর্ধ্বতন কর্মকর্তারাসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন