শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরুড়ায় আতঙ্কে প্রার্থী ও ভোটার

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

দীর্ঘ প্রায় ২০ বছর পর কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর, শিলমুড়ী দক্ষিণ এবং খোশবাস দক্ষিণ ইউনিয়নে নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার থাকবে। প্রতিটি ইউনিয়নে ৩টি কেন্দ্রে ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩টি ইউনিয়নে ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি ও র‌্যাব টহলে থাকবে। উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসরাম জানান, প্রত্যেক ভোটার যেন নিবিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সেভাবে নিয়োগ করা হয়েছে। 

অনুসন্ধানে জানা যায়, খোশবাস দক্ষিণ ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুই রবের মধ্যে নৌকা- ধানের শীষ লড়াই। শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দ্বিমুখী লড়াই হবে। শিলমুড়ী উত্তর ইউনিয়নে বিএনপি, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হবে। কেন্দ্র দখলসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপের সম্ভাবনা রয়েছে বলে ভোটার ও প্রার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ভোটারদেরকে মারধর ও ঘরবাড়ি ভাংচুর করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন