শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিমানবন্দরে চৌদ্দগ্রামের বিএনপি নেতা হিরণ মোল্লা আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আমেরিকা থেকে পারিবারিক সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চৌদ্দগ্রাম থানা ও কুমিল্লা ডিবি পুলিশের একটি দল রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বিএনপি নেতা হিরনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। তিনি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা মোল্লা বাড়ির শফিকুর রহমান মোল্লার ছেলে। অভিযানে অংশ নেয়া কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শাহ কামাল আকন্দ পিপিএম ঢাকা থেকে জানান, গত বছরের ১৬ অক্টোবর এবং চলতি বছরের ৭ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়েরের পর থেকে বিএনপি নেতা হিরন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে এসে পুনরায় যুক্তরাষ্ট্রে চলে যান। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে তিনি আবার দেশে আসছেন; গোপন সূত্রে এমন খবর পেয়ে ডিবি ও থানা পুলিশ বিমানবন্দরের সামনে অবস্থান নেয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি রাত সাড়ে ৯টার দিকে বেরিয়ে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযানের নেতৃত্বে দেয়া চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সাল মুঠোফোনে জানান, গ্রেফতারকৃত বিএনপি নেতা সাজেদুর রহমান মোল্লা হিরনকে ঢাকা থেকে কুমিল্লায় নেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন