শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বঙ্গবন্ধুকে নিয়ে পরিবেশিত গানে রানার্স আপ আনিসা আনজুম

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোিগতা-২০১৮তে বঙ্গবন্ধুকে নিয়ে পরিবেশিত গানে বিভাগীয় পর্যায়ে প্রথম এবং জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়েছে আনিসা আনজুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দেশ ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছিলো। আনিসা আনজুম এই প্রতিযোগিতায় ঢাকা বিভাগে প্রায় দু'হাজার প্রতিদ্বন্ধীর মধ্যে খ বিভাগ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে পরিবেশিত গানে প্রথম এবং দেশাত্ববোধক গানে দ্বিতীয় হয়েছে। দেশব্যাপী প্রায় ৫ হাজার প্রতিযোগী প্রতিদ্বন্ধিতা করে। অন্যান্য বিষয়ের পাশাপাশি এ দুটি বিভাগে সারা দেশের ৬৪টি জেলা থেকে আগত প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদের নিয়ে গত চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদের মধ্য থেকে বিজয়ী হয়েছে ১৬৫ জন। রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সম্প্রতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শিরিন আকতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আনিসা আনজুম রাজধানীর কাকরাইলস্থ উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ইংলিশ ভার্সনের ছাত্রী। সে ঐতিহ্যবাহী শিশু সংগঠন কেন্দ্রীয় খেলাঘর এর সাথে সম্পৃক্ত। আনিসা আনজুমের বাবা আবু বকর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও সুরকার এবং ঢাকা থেকে প্রকাশিত নয়াবার্তা পত্রিকার সম্পাদক। তার মা আনোয়ারা পারভীন দৈনিক কালবেলা পত্রিকার সিনিয়র রিপোর্টার।
ছবিঃ আনিসা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন