যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় আবারো শুরু হতে যাচ্ছে অনুর্ধ্ব ১৬ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী ২৩ এপ্রিল ঢাকায় ৮টি বিভাগীয় দল নিয়ে শুরু হবে কিশোরদের এই মহাআয়োজন। টুর্নামেন্টকে সামনে রেখে বিভাগীয় দলগঠনের উদ্দেশ্যে তৃণমূল পর্যায়ের বাছাই চলছে সারা দেশে। গতকাল জেলা ক্রীড়া অফিসের তত্ত¡াবধানে শেষ হলো কিশোরগঞ্জ জেলার বাছাই। সকালে সদর উপজেলার আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয় এই বাছাই কার্যক্রম। যেখানে বিভিন্ন উপজেলার ৪২ জন খেলোয়াড় অংশ নেন। বাছাই কার্যক্রমের দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলার প্রাক্তন খেলোয়াড় সোলায়মান খান, ইয়াহিয়া ভূইয়া, লিংকন দাস এবং পিটু। চূড়ান্ত ভাবে কিশোরগঞ্জ থেকে গোলকিপার হিসেবে সদর উপজেলার সিয়াম, মিডফিল্ডার হিসেবে ভৈরব উপজেলার তুষার এবং স্ট্রইকার হিসেবে একই উপজেলার জুবায়ের নির্বাচিত হন। কিশোরগঞ্জ জেলার এই তিন খেলোয়াড় আগামী ১৬ এপ্রিল ঢাকা বিভাগীয় বাছাইয়ে অংশ নেবেন। সার্বিক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র জনাব মাহমুদ পারভেজ। আগামীতে কিশোরগঞ্জ জেলায় ফুটবল একাডেমী করার ষোঘনাও দেন সাবেক এই কৃতি ফুটবলার। অনুষ্ঠানের সবাপতিত্ব করেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব আমিনুল ইসলাম আশফাক। আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন