রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বছরের প্রথম দিনে শিলা বৃষ্টি গফরগাঁওয়ে কৃষকের মাথায় হাত

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গফরগাঁও পৌরশহরসহ উপজেলার ১৫টি ইউনিয়নে বাংলা নববর্ষের বৈশাখের প্রথম দিনে সর্বনাশা শিলাবৃষ্টির ফলে বোরো ধানের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। বড় আশা নিয়ে কৃষকরা বোরো আবাদ করেছিল। বিগত কয়েক বছরের তুলনায় বোরো ফলন বাম্পার হয়েছিল। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাস শিলা বৃষ্টির দরুন ফলন কম হওয়ার আশংকা রয়েছে বলে কৃষকরা এ প্রতিনিধিকে জানান। অনেক এলাকায় গত কয়েক দিন ধরে বোরো ধান কাটতে শুরু করেছে। তবে দিনমজুরদের মজুরি বেশী। নতুন ২৮ ধান প্রতিমণ ৭শত টাকা থেকে ৬শত ৫০টাকা দরে বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন হাটবাজারে নতুন নতুন ধান উঠতে শুরু করেছে। আগামী ১০/১৫দিন পর পুরোদমে ধান কাটা শুরু হয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। শিলাবৃষ্টির ভয়ে অনেকেই আবার আগাম ধান কাটতে শুরু করেছে। কালাইপাড় গ্রামের কৃষক মোঃ আরিফুল ইসলাম জানান, শিলাবৃষ্টির দরুন ২৮ ধানের ক্ষতি হয়েছে। গত বছর আগাম বৃষ্টির ফলে বোরো ফসল কম হয়েছিল। ফলে বাজারে ধান ও চালের দাম বৃদ্ধি পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন