শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্র শিল্পী সমিতির তহবিল সংগ্রহে কনসার্ট

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে ‘শিল্পীর পাশে শিল্পী’-এই ¯ে¬াগান নিয়ে শুরু হয়েছে তহবিল সংগ্রহের উদ্যোগ। আজ বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির শিল্পীদের অংশগ্রহণে একটি কনসার্ট অনুষ্ঠানের মাধ্যমে এ তহবিল সংগ্রহ কর্মসূচি শুরু হবে। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও শো ব্লিজ এন্টারটেইনমেন্ট। অনুষ্ঠানে চলচ্চিত্রের জনপ্রিয় সব গানের সঙ্গে নাচবেন রিয়াজ, ফেরদৌস, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাস, জায়েদ খান, আমিন খান, ডিপজল, বিপাশা কবিরসহ আরও অনেক তারকা। দর্শক টিকিট কেটে কনসার্টটি উপভোগ করার সুযোগ পাবেন। শিল্পী সমিতির সাধারণ স¤পাদক জায়েদ খান বলেন, শিল্পীরা সবাই মিলেমিশে ভালো থাকতে চাই। আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর থেকেই সবার জন্য শিল্পীবান্ধব সমিতি তৈরির চেষ্টা করে যাচ্ছি। শিল্পীদের প্রতি দায়বদ্ধতা থেকেই তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। সে জন্য এই কনসার্টের আয়োজন। এখান থেকে প্রাপ্ত অর্থ তহবিলে জমা হবে। সেই অর্থ ব্যবহার করা হবে কেবলমাত্র অসচ্ছল শিল্পীদের জন্য। নরসিংদীর ড্রিম হলিডে পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শিল্পী সমিতির সহ সভাপতি রিয়াজ বলেন, শিল্পীদের জন্য তহবিল করার ইচ্ছে অনেকদিন ধরেই আমাদের ছিল। এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য ড্রিম হলিডে পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা চাই শিল্পীরা ভালো থাকুন, জীবনের শেষ দিনগুলোতে, অসুখ-বিসুখে যেন সমিতি তাদের পাশে দাঁড়াতে পারে সেই ভাবনা থেকেই তহবিল গঠন করা হচ্ছে। সবার সহযোগিতা চাই আমরা। অপু বিশ্বাস বললেন, শিল্পী সমিতির এই দারুণ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাদের পাশে আমরাই দাঁড়াবো। সব বিপদ-আপদ ভাগ করে নেবো। তবেই আমরা একটি সুন্দর পরিবার হয়ে উঠবো। সহশিল্পীদের পাশে দাঁড়ানোর ইচ্ছে নিয়েই পারফর্ম করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন