শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিন হবে ৩০ ডিসেম্বর। ইতোমধ্যে ২০২৩-২৪ মেয়াদের জন্য এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু। কমিশনার হিসেবে থাকবেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম। নির্বাচনে দুটি প্যানেল প্রতিযোগিতা করবে। একটি প্যানেলে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব জাকির হোসেন রাজু। একই প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন ছটকু আহমেদ এবং উপ-মহাসচিব পদে অপূর্ব রানা। আরেক প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন পরিচালক কাজী হায়াৎ। তার মহাসচিব প্রার্থী শাহীন সুমন। আগামী ৫ ডিসেম্বর নির্বাচনের মনোনয়নপত্র কেনা শুরু হবে, জমা দিতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে। নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে জমে উঠেছে আলোচনা। প্রতিদিনই সদস্যরা আসছেন। আড্ডা-আলোচনায় প্রার্থীতা নিয়ে কথা হচ্ছে। কে নির্বাচিত হলে সমিতি ও চলচ্চিত্রের কল্যাণ হবেÑএসব বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন