শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাউজানে জমিয়াতুল মোদার্রেছীনের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন রাউজান উপজেলার উদ্যোগে ২০১৭ সালের মেধাবৃত্তি পুরুস্কার বিতরনী অনুষ্টান ও আলোচনা সভা গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় সদরস্থ মোদার্রেছীন কার্যালয়ে অনুষ্টিত হয়। হাছান মাহমুদ কোরান তেলাওয়াত ও সাজ্জাদ হোসেনের নাত পরিবেশন করেন। উপজেলা জমিয়তুল মোদার্রেছীনের সভাপতি ও কদলপুর হামেদীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দীকির সভাপতিত্বে ও জমিয়ত সাংগঠনিক সম্পাদক মাষ্টার মুহাম্মদ হারুনের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন মেধাবৃত্তি পরীক্ষার সচিব অধ্যাপক নাছির উদ্দিন। বক্তব্য রাখেন জমিয়ত সেক্রেটারি আলহাজ্ব আল্লামা ইউনুছ রেজভী,অর্থ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নান,বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আজিজুল হক,সুপার আল্লামা মুনসুর আলম রেজভী,কাগতিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক লিয়াকত আলী,মুহাম্মদীয়া আদর্শ মাদ্রাসার শিক্ষক এটিএম সালাউদ্দিন,জমিয়তের হিসাব নিরিক্ষক আল্লামা নাছির উদ্দিন,মওলানা সালাউদ্দিন,অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন মাস্টার নুরুল ইসলাম বিএসসি। এতে উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন,মওলানা শাখাওয়াত হোসেন,সুপার মওলানা নুরুল ইসলাম,সুপার মওলানা আবদুল করিম। বক্তারা বলেন শৈশব থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মেধাবী হিসাবে গড়ে তোলার জন্য অভিভাবকদের কঠোর পরিশ্রম করতে হবে। বর্তমান প্রতিযোগীতামূলক লেখাপড়ায় টিকে থাকতে মেধাবৃত্তি অত্যান্ত জরুরী। জমিয়তুল মোদার্রেছীন সে কাজটি করে যাচ্ছে দীর্ঘ বছর ধরে। উল্লেখ্য ২০১৭ সালের ১৭ ডিসেম্বর অনুষ্টিত মেধবৃত্তি পরীক্ষায় ৩২০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেছিলেন। মেধা তালিকায় ৪০ জন মনোনীত হন। সর্বশেষ মোনাজাত পরিচালনা করেন নিয়াজ গাজী দাখিল মাদ্রাসার সুপার আল্লামা হাফেজ আবু তাহের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন