শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মিউজিক স্কুল খুলেছেন পান্থ কানাই

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মিউজিক স্কুল খুলেছেন সঙ্গীতশিল্পী পান্থ কানাই। তার এই স্কুলের নাম ড্রামবাজ। মিরপুর ১১ নাম্বারে অবস্থিত এ স্কুলে ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ড্রামকে প্রাধান্য দিয়ে খোলা এই স্কুলে শুধু ড্রামসই না, শেখানো হবে গান, গিটার। ক্লাস নেবেন পান্থ কানাই নিজে। পান্থ কানাই বলেন, মিউজিককে ছড়িয়ে দেয়ার তাগিদ অনুভব করতাম বেশ আগে থেকেই। এ কারণে নিজে গেয়েছি, ড্রাম বাজিয়েছি। কিন্তু আমার কাছে মনে হয়, নিজের ভেতরের সঙ্গীত দিয়ে আরেকজনকে উৎসাহী করা গেলে সেটা রাষ্ট্রেরও কাজে লাগবে। সঙ্গীত মানুষকে হিংসা ভোলায়, মানুষের সাথে মানুষের ব্যবধান কমায়। আগ্রহীদের ভর্তির ন্যুনতম যোগ্যতা স¤পর্কে পান্থ কানাই বলেন, ভেতরে সঙ্গীত ধারণ করতে হবে। সঙ্গীত ভালোবেসে আসলে আমি আমার সবটুকু দিয়ে তাকে শেখাবো। আপাতত মিরপুর দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে নিকেতন, উত্তরাসহ ঢাকা শহরের বেশ কিছু জায়গায় এই স্কুল খোলা হবে বলে জানান নগর বাউল, সোলসসহ দেশের খ্যাতিনামা ব্যান্ডে বাজানো এই ড্রামার। যারা ড্রামবাজে ভর্তি হতে ইচ্ছুক তাদের যোগাযোগ করার আহবান করা হয়েছে। ভর্তির নিয়মকানুন জানতে ফোন করতে বলা হয়েছে ০১৭১২৬৮৪৮১৮ নাম্বারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
sanzid islam sabbir ২৬ এপ্রিল, ২০১৯, ১০:৫২ পিএম says : 0
আমি অনেক সুন্দর গাইতে পারি,,আমি আরো শিখতে চাই
Total Reply(0)
মোঃজাহিদুল ইসলাম ১৫ আগস্ট, ২০১৯, ৪:৪২ পিএম says : 0
আমি শিল্পি হতে চাই আর গিটার বাজানো শিখতে চাই
Total Reply(0)
মিছবাহ উদ্দীন ২২ আগস্ট, ২০১৯, ১:২০ পিএম says : 0
আমি গান শিখতে চাই
Total Reply(0)
Priyanka Maity ১৩ জুন, ২০২২, ৮:২১ এএম says : 0
Sir ami Rabindra sangeet e diploma complete korar por akhane sekhate pari?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন