শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আলীরাজ

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: বহুবছর ধরে চলচ্চিত্রে অভিনয় করলেও এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শক্তিমান চলচ্চিত্রাভিনেতা আলীরাজ। নায়করাজ রাজ্জাকের নির্দেশনায় ‘সৎ ভাই’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল। এরপর আরো বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন এই গুনী চলচ্চিত্রাভিনেতা। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার ভাগ্যে জোটেনি। প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘পদ্মা মেঘনা যমুনা’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের পরও যখন আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি তখন এই পুরস্কার পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। বহুবছর পর হলেও তিনি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন। অপূর্ব রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য আলীরাজ ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হচ্ছেন। আলীরাজ বলেন, ‘আমি মনে করি, সারাটি জীবন অভিনয়ের পর এটি আমার সর্বোচ্চ প্রাপ্তি। দেশ, দেশের মানুষ, চলচ্চিত্র প্রেমী দর্শকের ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন স্বরূপ আমি এই পুরস্কার পেয়েছি। এজন্য চলচ্চিত্র পরিবার, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে এই সম্মাননায় ভূষিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা যারা শিল্পী, অনেকেই তাদের পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে পারিনা। কিন্তু আমাদের মতো শিল্পীদের জন্য পরিবারের সদস্যদের কাছেও এই সম্মাননা গর্বের হয়ে দাঁড়ায়। সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার স্ত্রী ঝিনুক, দুই সন্তান স্মরণ ও শর্নী’কে নিয়ে সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি। শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার গুরু নায়করাজ রাজ্জাক ভাইয়ের কথা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন