২০১৫ সালে ছোটপর্দা থেকে বড় পর্দায় অভিষেক হয়েছিল অভিনেত্রী ফারজানা রিক্তার। নায়ক বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি। তারপর খুব বেশি চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। তবে গত বছরের শেষের দিকে রিক্তা অরুণ চৌধুরীর আলতাবানু নামে একটি সিনেমায় সুযোগ পান। সিনেমাটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। চলচ্চিত্রে আসা প্রসঙ্গে রিক্তা বলেন, ‘আমি খুব গর্ববোধ করি যে নায়করাজ স্যারের হাত ধরে চলচ্চিত্রে আমার পদার্পণ হয়েছে। আমাকে তিনি মেয়ের মতো ভালবাসতেন। তার সেই ভালোবাসা খুব মিস করি।’ এদিকে অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ চলচ্চিত্রটিতে রিক্তা বানু চরিত্রে অভিনয় করেছেন। এতে আলতা চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এর কাহিনী লিখেছেন ফরিদুর রেজা সাগর, সংলাপ অরুণ চৌধুরী এবং চিত্রনাট্য করেছেন বৃন্দাবন দাস-অরুণ চৌধুরী। রিক্তা বলেন, ‘আলতাবানু আমার অভিনীত তৃতীয় চলচ্চিত্র। বেশ টেনশন কাজ করছিলো। কিন্তু যারাই চলচ্চিত্রটি দেখেছেন আমার অভিনয়ের প্রশংসা করেছেন। এটাই আমার প্রাপ্তি। আমি অরুণ দাদার প্রতি ভীষণ কৃতজ্ঞ। আর একজন অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। সবার সহযোগিতা নিয়েই চলচ্চিত্রে কাজ করতে চাই।’ রিক্তার অভিনয় প্রসঙ্গে অরুণ চৌধুরী বলেন, ‘রিক্তা ছোট্ট একটি চরিত্রে অভিনয় করলেও খুব ভালো অভিনয় করেছে। দর্শক তাকে যতোটুকুই পর্দায় দেখেছেন তাতেই তার অভিনয় দক্ষতা সম্পর্কে অবগত হয়েছেন। চলচ্চিত্রে রিক্তা ভাল করবে।’ ফারজানা রিক্তা ২০১৬ সালে তাহের শিপনের নির্দেশনায় ‘৭১’র মিশন’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি রহমতুল্লাহ তুহিনের ‘টক অব দ্য টাউন’ ধারাবাহিক’সহ ‘ছোট বউ’, ‘ক্যাট হাউজ’,‘ব্যাচেলর ডটকম’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন