রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এবার একই দিনে ফুটবল-ক্রিকেট!

বিরামহীন এমএ আজিজ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

৮২তম টেস্ট ভেন্যু এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম টেস্টের জয়ের মুখ দেখেছিল ২০০৫ সালে। সেই টেস্টে টাইগারদের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। এ মাঠটির বর্তমানে বিশ্রাম নেই বললেই চলে। যেকোনো খেলাধুলা এখন এমএ আজিজ স্টেডিয়াম কেন্দ্রিক হয়ে পড়েছে। গতকাল এই মাঠে আন্ত:বিশ্ববিদ্যালয় টি২০ ক্রিকেটের দু’টি সেমিফাইনাল হয়েছে। এতে ফাইনালে উঠেছে সাদার্ন ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। সাদার্ন বিশ্ববিদ্যালয় ২৪ রানে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে হারিয়েছে। খেলা শেষে প্লেয়ার অব দ্যা ম্যাচ ইফতেখার সাজ্জাদ রনিকে (সাদার্ন) ট্রফি তুলে দেন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী। অপর সেমিফাইনালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জিতেছে ৩৮ রানে। খেলা শেষে প্লেয়ার অব দ্যা ম্যাচ তানভির আহমেদ সানিফকে (প্রিমিয়ার) ট্রফি তুলে দেন সিজেকেএস ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর। এ দু’টি সেমিফাইনাল শেষ হওয়ার পর মাঠ খালি হয় বিকেল চারটায়। এরপর শুরু হয়েছে প্রথম বিভাগ ফুটবল লীগের খেলা। প্রথম খেলায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৩-২ গোলে জেলা পুলিশকে হারিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পটিয়া উপজেলা ও আবাহনী জুনিয়রের মধ্যেকার দ্বিতীয় খেলাটি চলছিল। তাই খেলাধুলার জন্য হচ্ছে না মাঠের তেমন পরিচর্যা। অথচ বাংলাদেশ টেস্টে প্রথম জয়ের এ মাঠটিকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখার কথা। খেলোয়াড়দের ভালো খেলতে হলে সঠিক মাঠেরও প্রয়োজন। এক্ষেত্রে তারাও হচ্ছে বঞ্চিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন