যুব অলিম্পিক গেমস হকির চুড়ান্ত পর্বে খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। আসরের বাছাই পর্বে ব্যাংককে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের প্রধান কোচ মালয়েশিয়ার গোপিনাথান কৃষ্ণমুর্তি আভাস দিয়েছিলেন লক্ষ্যটা তাদের কঠিন। মালয়েশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানের মতো শক্তিশালী দল থাকায় যুব অলিম্পিক হকির এশিয়ান বাছাইয়ের সেমিফাইনালে ওঠা কঠিন ছিল বাংলাদেশের। তবে সেটা জয় করে লাল-সবুজরা শেষ চারে ঠিকই উঠেছিল। পাকিস্তানকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠলেও ফাইনালে জায়গা হলো না বাংলাদেশের। গতকাল সেমিফাইনালে ভারত ৯-২ গোলের বড় ব্যবধানে বাংলাদেশে হারিয়ে ফাইনালে উঠে গেল। আর বাংলাদেশ বিদায় নিলো যুব অলিম্পিক হকির এশিয়ান বাছাই পর্ব থেকে। ২০১৪ সালে বাছাই পর্বে রানার্সআপ হয়ে নানজিন যুব অলিম্পিক গেমসে খেলছিল লাল-সবুজের যুবারা।
গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ তিনটিতে জয় পেয়েছিল। আর একটি করে ম্যাচে হার ও ড্র করেছিল তারা। এর মধ্যে গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩-৩ গোলের ড্র’টা সবচেয়ে বড় কৃতিত্ব ছিল বাংলাদেশ যুবাদের। কিন্তু সেমিতে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি লাল-সবুজরা। একচেটিয়াভাবে খেলে সেমিফাইনাল জিতে নেয় ভারত। শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলে ভারত একের পর এক গোল আদায় করে নেয়। বাংলাদেশের সবুজ দু’টি গোল শোধ দিয়ে কেবল হারের ব্যাবধানটাই কমিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন