রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি বাসা থেকে জামায়াতে ইসলামীর ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতা চালাতে সেখানে বসে ‘পরিকল্পনা করছিলেন’ বলে অভিযোগ করেছেন পুলিশ কর্মকর্তারা।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পূর্ব শেওড়াপাড়ার একটি ভবনের চারতলার ওই ফ্ল্যাটে অভিযানে যান তারা।
ঢাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভের এই ছবি গত বছরের ঢাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভের এই ছবি গত বছরের গ্রেপ্তারদের মধ্যে দেলোয়ার হোসেন, আব্দুস সামাদ, হারুন-অর-রশিদসহ ছয় থেকে সাতজন জামায়াতের কেন্দ্রীয় ও থানা পর্যায়ের নেতা বলে জানান তিনি।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আসলাম বলেন, রোববার তাদের আদালতে পাঠানো হবে।
তিনি বলেন, ফ্ল্যাটটি বেশ কিছুদিন ধরে খালি ছিল। ফ্ল্যাটের মালিক এখনও পলাতক।
গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন