বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কোচ খুঁজে দিতে আসছেন কারস্টেন

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গত নভেম্বরে চন্ডিকা হাথুরুসিংহে চলে যাবার পর থেকেই কোচের পদ শূণ্য বাংলাদেশ ক্রিকেট দলের। তার পর থেকে সেই চেয়ার অলঙ্কৃত করবার মত কাউকে হন্যে হয়ে খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে রিচার্ড পাইবাস এবং ফিল সিমন্সের সাক্ষাৎকারও নিয়ে নিয়েছিল বিসিবি। পরে দু’জনই যুক্ত হয়েছেন অন্য দলের কোচিংয়ের সঙ্গে। পল ফারব্রেসের সঙ্গেও কথা অনেকদূর এগিয়েও থমকে গেছে তারই অনিচ্ছাতে। কেমন যেন দিশেহারা অবস্থায় কোচ খুঁজছে বাংলাদেশ। এমন সময় পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশে আসছেন গ্যারি কারস্টেন।
অনেক দিন থেকেই দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তিকে পরামর্শক হিসেবে চেয়ে আসছিল বিসিবি। আইপিএলে ব্যস্ত থাকায় সে আলাপ বেশি দূর গড়ায়নি। তবে বিসিবিকে কোচ নিয়োগে ঠিকই পরামর্শ দিয়ে যাচ্ছেন এই প্রোটিয়া। বাংলাদেশের কোচ খুঁজে দিতে আগামী সপ্তাহেই ঢাকায় পার রাখতে পারেন কারস্টেন। এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ এখন আর কোন জাতীয় দলের সঙ্গে যুক্ত নন। কারস্টেন কাজ করেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। এবার আইপিএলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সেখানে কাজ করা অবস্থাতেই নাকি বাংলাদেশ কোচ কেমন হতে পারে তা নিয়ে ভাবছেন তিনি। গেলপরশু রাতে গর্ডন গ্রিনিজের সম্মানে আয়োজিত নৈশভোজ শেষে কোচ নিয়োগ নিয়ে নতুন খবর দেন বোর্ড প্রধান, ‘সে (গ্যারি কারস্টেন) একটা পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের কোচ কি ধরনের হলে ভালো হয় সেটা তার মতো করে করছে। খেলোয়াড়দের সঙ্গে কথা বলছে, কোচিং স্টাফদের সঙ্গে, আমার সঙ্গে কথা বলছে।’
পরামর্শক হিসেবে কারস্টেনের সঙ্গে এখনো আনুষ্ঠানিক কোচ চুক্তি করেনি বিসিবি। তবে বিসিবি প্রধানের কথায় আভাস কোচ নিয়োগে মধ্যস্থতাকারী হিসেবে এরমধ্যেই কাজ শুরু করেছেন তিনি, ‘সে তার প্রস্তাব দেবে (কোচের ব্যাপারে)। তার কাছে কিছু তালিকা রয়েছে। আমাদের তালিকা নিয়ে এবং তার তালিকা মিলিয়ে আমাদের কাছে একটি প্রেজেন্টেশন দেবে। তারপরও আমরা ফাইনাল করবো। আমাদের জন্য সেটা সুবিধা হবে।’ আইপিএলের পয়েন্ট তালিকায় বেঙ্গালুরুর অবস্থান প্রায় তলানিতে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া বেঙ্গালুরুর শেষ চারে ওঠার সম্ভাবনা ক্ষীণ। যদি কোহলিরা না-ই উঠতে পারেন, তাহলে এবার আইপিএলে বেঙ্গালুরুর শেষ ম্যাচ আগামী শনিবার, ১৯ মে। সেটি হলে কারস্টেনের বাংলাদেশে আসার কথা ২০-২১ তারিখে, ‘এখন নির্ভর করছে আইপিএলে কি হয়। এখন যে অবস্থা তাতে ২০-২২ তারিখে চলে আসার কথা। তবে এখান থেকে যদি কিছু ওলট-পালট হয় তাহলে হয়তো দু’একদিন পেছাতে পারে।’
একাধিক সংক্ষিপ্ত তালিকা করেও কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। তবে বোর্ড প্রধান জানালেন আগের তালিকা আর নেই, এবার ছোট তালিকায় আছেন তিনজন। তাদের থেকে কোন আপত্তি নেই। কারস্টেনের সঙ্গে পরামর্শ নিয়ে একজনকে বেছে নিতে চায় বিসিবি, ‘ওই তালিকা এখন আর নেই। এখন ফ্রেশ লিস্ট তবে আগেও তারা লিস্টে ছিল। বড় সমস্যাটা হচ্ছে বেশির ভাগই কোচই ফুলটাইম থাকতে রাজি নয়। আমরা এখন যে তিন জনের শর্ট লিস্ট করেছি তারা সবাই ফুল টাইমের জন্যই।’ কারা আছেন সেই তালিকায় সে নাম বলেননি নাজমুল। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই টাইগারদের কোচ পাওয়ার ব্যাপারে আশাবাদি তিনি, ‘শর্ট লিস্টে কারা আছে সেটা এখন বলা যাবে না। তারা সবাই কোথাও না কোথাও আছেন। কাজেই পরে যদি না হয় তাহলে! এই মাসের মধ্যেই বিশেষ কিছু জানতে পারবেন। কারস্টেন আসলে জানতে চায় আমাদের জন্য কি ধরনের কোচ দরকার। জাতীয় দল, একাডেমির জন্য কি কোচ দরকার, প্রধান কোচ কেমন হওয়া উচিত এসব বিষয়গুলোর উপর ধারনা নিয়ে সে (কারস্টেন) একজনকে খুঁজে বের করতে চায়। আমাদের পাশাপাশি পরামর্শকও একটা তালিকা তৈরি করেছে। এমনও হতে পারে, আমাদের চেয়ে ভালো কোচ তার তালিকায় আছে। আমাদের কী ধরনের, কেমন কোচ দরকার, সেটি নিয়ে কাজ শুরু হয়েছে। আশা করি, এ মাসের মধ্যে দৃশ্যমান কিছু দেখতে পাবেন।’
এ মাসে দৃশ্যমান অগ্রগতির কথা বললেও বিসিবি সভাপতি জানালেন, জুনের প্রথম সপ্তাহে আফগানিস্তান সিরিজের আগে অন্তত প্রধান কোচ পাচ্ছে না বাংলাদেশ। বিসিবি চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেন প্রধান কোচকে নিয়ে যেতে পারে বাংলাদেশ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন