শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মহেশপুরে মাদকসহ ৪ ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহ থেকে মোস্তফা মাজেদ | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:০০ এএম

সীমান্তে বাংলাদেশীরাই মাদকের ব্যবসা করে না। সুযোগ বুঝে ভারতীয়রাও অবৈধভাবে ঢুকে মাদকের চালান পৌছে দিচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বকনদিয়া নামক স্থান থেকে মাদকসহ ৪ ভারতীয় নাগরিককে গ্রেফতারের পর এই তথ্য সত্য বলে প্রমানিত হয়েছে। রোববার গভীর রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া নামক স্থান থেকে ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগুনা জেলার বনগা থানার এড়োপোতা গ্রামের কালীদাস মন্ডলের ছেলে মিন্টু মন্ডল (২৫), আনন্দ মন্ডলের ছেলে অভিজিৎ মন্ডল (২৭), সুরেন্দ্রনাথ কর্মকারের ছেলে পরিমল কর্মকার (২৭) ও সোহরাব উদ্দিন মন্ডলের ছেলে ইমরান মন্ডল (২৮) কে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে মাদক ছাড়াও বিভিন্ন চোরাই পন্য উদ্ধার করে পুলিশ। মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, রোববার রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া নামকস্থানে বাসে তলাশি চালিয়ে ৪ পাসপোর্টধারী ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ বোতল ভারতীয় মদ, শাড়ি ও থ্রিপিস। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন