ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে শনিবার (২৬.০৫.১৮) ৭ মাছ ও মুরগি ব্যবসায়ীকে ওজনে কম দেয়া ও নোংরা পরিবেশ থাকায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্দ জাকির হোসেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মাছ ব্যবসায়ী রহমত আলীকে একই ফ্রিজে মাছ, দুধ ও মাংস রাখার অভিযোগে ৩হাজার ও ওজনে কম দেয়ার অপরাধে কালিপদ দাস ও সচীনকে ৫শ টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে নোংরা পরিবেশ থাকার অভিযোগে মুরগি ব্যবসায়ী মুক্তার খান, শাহিন, কায়েম ও টিপু শেখসহ প্রত্যেকে ৩হাজার টাকা করে জরিমানা করা হয়। বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান চলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন