রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপ্তাইয়ে ঈদের কেনাকাটা জমেনি

কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে কবির হোসেন | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১:২৭ এএম, ৩ জুন, ২০১৮

কাপ্তাই উপজেলার বাজারগুলোতে ঈদ কেনাকাটা জমে উঠেনি। বিভিন্ন দোকানগুলো খোজখবর নিয়ে দেখাযায় বাহারি রকমের শিশু-কিশোরদের পোষাক থাকলেও ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ী বসে আছেন। ব্যবসায়ীরা সারাদিন নিরলসভাবে প্রতিষ্ঠানে বসে আছেন। অনেকেই বলছে ভাই বেচাকেনা একদম ঠান্ডা। আবার অনেকে মন্তব্য করছে বেতন, বোসাস পেলে কেনাকাটা জমবে না হয় চাঁদরাতে হবে বলেও জানান। কাপ্তাই নতুনবাজার ফারজানা ফ্যাশন দোকান মালিক মোঃ হানিফ জানান, সকাল থেকে দুপুর পযন্ত বসে আছি কোন কাষ্টমার নেই।
রবি টেইলার্স মোঃ আকতার হোসেন বলেন, কোন আর্ডার নেই। ঢাকা টেইলার্স এন্ড ক্লোর্থ এর আবদুল কাদের বলেন, কাপ্তাই বেচাকেনা হল পানির ওপর নির্ভর কাপ্তাই হ্রদে পানি নেই, জেলেদের মাছধরা তিনমাস বন্ধ, এখনও কোন বেতন বোসান হয়নি। হলে বিক্রি শুরু হবে। এদিকে ইত্যাদি কসমেটিকস আব্দুর রউফ বলেন, কিছু, কিছু কেসমেটিক বিক্রি হচ্ছে। তবে ঈদের মত নয়। তার মতে কয়েকদিনের মতে জমবে ঈদবাজার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন