রাজধানীর মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর ও পল্লবী এলাকার কালশি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব অভিযানে ১০ হাজার ৩১০ পিস ইয়াবা, এক কেজি হেরোইন, ৭৪ কেজি গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর পল্লবী এলাকার কালশিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭ জনকে আটক করেছে ডিএমপি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পযন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। ডিএমপির মিরপুর বিভাগের ডিসি মাসুদ আহমেদ বলেন, রাজধানীজুড়ে চলমান মাদকবিরোধী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে কালশিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন ও বিক্রির দায়ে বিপুল পরিমাণ মাদকসহ ২৭ জনকে আটক করা হয়েছে। অভিযানে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্য ও ডগ স্কোয়াড অংশ নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন