রাজধানীর ধানমন্ডি এলাকার আবাহনী মাঠের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িতদের কেউ ধরাও পড়েনি। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে ডিএমপি’র বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করে নিস্ক্রিয় করে। ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ জানান, কে বা কারা স্কচটেপে মোড়ানো অবস্থায় ককটেলগুলো আবাহনী মাঠের পাশে ফুটপাতে ফেলে যায়। ফেলে যাওয়া ককটেলের মধ্যে গতকাল দুপুর তিনটার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিট গিয়ে ঘটনাস্থল থেকে আরও চারটি ককটেল উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন