ফরিদপুরের বোয়ালমারী পৌরশহর বাজারে গতকাল সোমবার বিভিন্ন অপরাধে ৭ ব্যবসায়ীকে ২২হাজার ২শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, মুদি ব্যবসায়ী মো. আবুশামকে ১হাজার টাকা, মো. মাহাবুর শেখ ৫শ’ সহিদুল ৫শ’ নুর মো. কহিল উদ্দিন ৫হাজার, ফরিদ ২শ’ সুমন অধিকারীকে মেয়াদ উত্তীর্ণ, নষ্ট সেমাই বিক্রির জন্য ৫হাজার ও ফিরোজ হোসেনকে মেয়াদ উত্তীর্ণ কনফেকশনারীর মালা মাল বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এ সকল অর্থ দন্ড করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন