সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

প্রশ্ন: নামাযরত ব্যক্তি যদি বাইরের লোকের কাছে অথবা বাইরের লোক নামাযরত ব্যক্তির কাছে আয়াতে সিজদাহ শোনে তাহলে তাদের ওপর সিজদাহ ওয়াজিব হবে কি?
উ: হ্যাঁ, ওয়াজিব হবে। নামাযরত ব্যক্তি নামায শেষ করে আলাদাভাবে সিজদাহ আদায় করবে।
প্রশ্ন: যদি কেউ নামাযের মধ্যে সিজদার আয়াত পড়ে এবং সিজদাহ করার পূর্বেই নামাযটি ফাসিদ হয়ে যায়, তাহলে এই সিজদাহ সে কখন করবে?
উ: নামাযের বাইরে আদায় করবে। কারণ, নামাযটি ফাসিদ হয়ে যাওয়ায় ওই সিজদাটি তিলাওয়াতের সিজদায় পরিণত হয়ে গেছে।
প্রশ্ন: একাধিক সিজদার পরিবর্তে এক সিজদাহ কখন দেয়া যাবে?
উ: যখন এক বসাতে একাধিক সিজদার আয়াত পড়া হবে। অথবা বার বার একই আয়াত পড়া হবে। (শরহে বিকায়াহ)
প্রশ্ন: যদি কেউ এক বৈঠকে ১ টি সিজদার আয়াত পড়ে এবং পরে একই বৈঠকে অন্যের কাছ থেকে ১ টি আয়াত শোনে, তাহলে কয়টি সিজদাহ করবে?
উ: একটি সিজদাহ করবে। (গায়াতুল আওতার)
প্রশ্ন: এক বৈঠকে পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াতকারী কয়টি সিজদাহ করবে?
উ: চৌদ্দটি।
প্রশ্ন: তেলাওয়াতের সময় সিজদার আয়াতসমূহ বাদ দিয়ে কোরআন পাঠ করা কেমন?
উ: মাকরূহ। তবে শুধু সিজদার আয়াতসমূহ তেলাওয়াত মাকরূহ নয়।
প্রশ্ন: তেলাওয়াতের সময় সিজদার আয়াতসমূহ চুপে চুপে পড়া কেমন?
উ: মুস্তাহাব। (শরহে বিকায়াহ)
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন