শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ১৩৭

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। গত রোববার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে। ডিএমপির এসি (মিডিয়া) সুমন কান্তি চৌধুরী জানান, রাজধানীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৪৯ পিস ইয়াবা, ৩ কেজি ২৪০ গ্রাম গাঁজা, ৪৬৭ গ্রাম ২১শ’ ৫০ পুরিয়া হেরোইন ও ১৫শ’ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৫৪টি মামলা করা হয়েছে। সুমন কান্তি চৌধুরী আরো জানান, রোববার রাতে হাজারীবাগ এলাকার গনকটুলী সিটি কলোনি, বাড্ডানগর, ভাগলপুর, কোম্পানিঘাট, হাজারীবাগ পার্ক ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন মাদক দ্রব্যসহ ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন