শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

সুযোগ নেবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১০:২৫ পিএম

১৯৬৬ সালের পর বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া না করে কাজে লাগাতে সতীর্থদের প্রতি আহŸান জানিয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোনস। আজ লুঝনিকির সেমি-ফাইনালে ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই ৫২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠবে ইংলিশরা। এই যাত্রাপথে পথে গত পাঁচ ম্যাচে শুরু থেকে খেলা স্টোনস দুই গোল করেছেন। ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার ফাইনালে উঠতে উন্মুখ, ‘ছেলেবেলা থেকে আপনি ইংল্যান্ডের হয়ে খেলা এবং গোল করার স্বপ্ন দেখেন। সেটা প‚রণ হলে কেমন লাগবে তা আপনি জানেন। আমি এই অভিজ্ঞতার স্বাদ নিতে চেয়েছি। এই সুযোগ আবার আমার সামনে কখনই আসবে না। তাই আমি সব সুযোগ নেওয়ার ও সবকিছু জেতার চেষ্টা করছি। ক্রোয়েশিয়াকে পেরুতে আমাদের আরেকটা ধাপ যেতে হবে। এ ম্যাচটাকে আমরা একটাই ম্যাচ ধরে খেলব। এ ম্যাচে আমরা আমাদের পুরো মনোযোগ ও শক্তি দিব এবং এটাই আমাদের পরবর্তী পদক্ষেপ হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন