রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বর্ধিত হচ্ছে ‘ব্লেড রানার’ ইউনিভার্স

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

‘ব্লেড রানার’ চলচ্চিত্র দুটির ভক্তদের জন্য ‘বেøড রানার টোয়েন্টি ফর্টিনাইন’ ফিল্মটির নির্মাতা অ্যালকন মিডিয়া গ্রুপ এবং টাইটান পাবলিকেশন। এরা মিলে ডিসি ইউনিভার্স এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আদলে ‘বেøড রানার ইউনিভার্স’ সৃষ্টি করে রেপ্লিকেন্ট এবং তাদের শিকারি ‘বেøড রানারদের কাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে একমত হয়েছে। এক প্রতিবেদন থেকে জানা গেছে অ্যালকন এন্টারটেইনমেন্টের দুই নির্বাহী ব্রডারিক জনসন এবং অ্যান্ড্রু কোসোভ আর টাইটানের দুই প্রতিষ্ঠাতা নিক ল্যান্ডাও এবং ভিভিয়ান চ্যুং ‘বেøড রানার ইউনিভার্স’কে আরও এগিয়ে নেয়ার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছেন। তারা এই নামের অধীনে ফিকশন, নন-ফিকশন কমিক্স এবং গ্রাফিক নভেল এবং আরও কিছু বিষয়বস্তু প্রকাশ করবেন; এতে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার প্রযুক্তিগত এবং ভিজুয়াল দিকগুলো প্রাধান্য পাবে। অ্যালকনের জেফ কনার সম্পাদনার দায়িত্বে থাকবেন। হ্যারিসন ফোর্ডের অভিনয়ে ‘বেøড রানার’ প্রথম পর্ব মুক্তি পায় ১৯৮২ সালে সিকুয়েল ‘বেøড রানার টোয়েন্টি ফর্টিনাইন’ ২০১৭’র অক্টোবরে মুক্তি পেয়ে ২৬০ মিলিয়ন ডলার আয় করেছে। এই পর্বে ফোর্ডের সঙ্গে অভিনয়ে ছিলেন রায়েন গসলিং। প্রথম পর্বের পরিচালক রিডলি স্কট জানিয়েছেন তিনি আরেকটি কাহিনী তৈরি করে রেখেছেন। সিকুয়েলের পরিচালক ডেনিস ভিলনভও বলেছিলেন তার ফিল্মটি সফল হলে তিনিও সিকুয়েল নির্মাণ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন