রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দলে রাসেল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দীর্ঘ দিন পর এই সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরছেন আন্দ্রে রাসেল। উইন্ডিজের ১৩ সদস্যের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। চোট কাটিয়ে টেস্ট দলে ফেরার পর এবার ওয়ানডে দলেও ফিরেছেন তরুণ ফাস্ট বোলার আলজারি জোসেফ।
ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান কাইরান পাওয়েলও। বড় দুটি নাম বাদ পড়েছে তালিকা থেকে। সবশেষ জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই টুর্নামেন্টের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস ও টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। জায়গা হয়নি পেসার কেসরিক উইলিয়ামস, শেলডন কটরেল, স্পিনার নিকিতা মিলারেরও। চোটের কারণে নেই কেমার রোচ।
টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে আকাঙ্খিত ক্রিকেটারদের একজন রাসেল। ওয়ানডেতে সেভাবে নেই অনেক দিন। ২০১৫ বিশ্বকাপের পর একটি মাত্র ওয়ানডে খেলেছেন। সেই বছরেই নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে করেছিলেন ২৪ বলে ৪১ রান। তবে বোলিংয়ে ৫ বল করার পরই চোট নিয়ে মাঠ ছাড়েন। এরপর আর খেলা হয়নি। পরে ফিট হয়ে ফিরলেও ওয়ানডে আর খেলেননি।
মাঝে এক বছর নিষিদ্ধ ছিলেন ডোপ বিধি ভঙ্গের দায়ে। এক বছরের মধ্যে তিনবার ব্যর্থ হয়েছিলেন ডোপ টেস্টে হাজির হতে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বিশ্বকাপ বাছাইপর্বের দলে তাকে শুরুতে বিবেচনা করা হলেও নিজেই নাম প্রত্যাহার করে নেন। দীর্ঘ বিরতি শেষে আবার ফিরেছেন দলে।
যার খেলা নিয়ে সবচেয়ে বড় কৌতুহল থাকে, সেই ক্রিস গেইল আছেন দলে। ওপেনিংয়ে তার জুটি আরেক বিস্ফোরক ব্যাটসম্যান এভিন লুইস। লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর সঙ্গে স্পিন আক্রমণ সামলাবেন অফ স্পিনার অ্যাশলি নার্স। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামী রোববার। প্রথম ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে গায়ানায়, শেষটি সেন্ট কিটসে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, কিমো পল, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন