রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

১১ বছর পর নাটক নির্মাণ করছেন মোস্তফা সরয়ার ফারুকী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

দীর্ঘ ১১ বছর পর নাটক নির্মাণ করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আনিসুল হকের লেখা আয়েশামঙ্গল উপন্যাস অবলম্বনে দুই পর্বের নাটকটি নির্মাণ করছেন তিনি। আয়েশা নামের এই নাটকটি পবিত্র ঈদুল আজহায় প্রচারের জন্য বানানো হচ্ছে বলে জানা গেছে। এতে জুটি হয়ে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও তিশা। গত সোমবার ছিল ফারুকী-তিশার অষ্টম বিবাহবার্ষিকী। ঐ দিনই নাটকটির শূটিং শুরু করেন তিনি। ফেসবুকে ফারুকী এক স্ট্যাটাসে বলেন, আমাদের দেখা হয়েছিল সেটে। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, সেটাও সেটে। সেটে তার (তিশা) সঙ্গে কাজ করার চেয়ে অষ্টম বিবাহবার্ষিকী উদযাপনের ভালো উপায় কী হতে পারে? এই নাটকের সেটেই শূটিং করে কাটে ফারুকী-তিশার বিয়ে বার্ষিকীর দিনটা। তেজগাঁওয়ের নাবিস্কো কো¤পানির কারখানায় তিনটি ঘর নিয়ে তৈরি হয়েছে নাটকটির সেট। নাটকটিতে তুলে ধরা হয়েছে সত্তর দশকের গল্প। পুরোনো আমলের কাঁসার থালাবাসন, দেয়ালে ঝোলানো মা লেখা হাতে সেলাই করা ওয়াল ম্যাট, ছোট চৌকিতে পাতা মাদুর। এগুলো দিয়েই সাজানো হয় নাটকের সেট। চঞ্চল চৌধুরী ও তিশা নাটকটিতে অভিনয় করছেন আবেদীন ও আয়েশা নামের দুটি চরিত্রে। আরও কয়েক দিন তেজগাঁওয়ে শূটিং চলবে নাটকটির। এরপর ঢাকায় অন্যকিছু লোকেশনে ও নোয়াখালীতে শূটিং হবে। উল্লেখ্য, এর আগেও ফারুকী আয়েশামঙ্গল উপন্যাস নিয়ে নাটক বানিয়েছিলেন, তাতে অভিনয় করেছিলেন আহমেদ রুবেল ও বন্যা মির্জা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন