শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জাবির লোক প্রশাসন বিভাগের এক যুগ পূর্তি

জাবি সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১২:২৯ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এক যুগ পূর্তি পালিত হয়েছে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘গভর্নেন্স এ্যান্ড পাবলিক সারভিস ডেলিভারি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এসময় তিনি বিভাগীয় প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত এক যুগে এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ সরকারি ও বেসরকারি পর্যায়ে সরকারের নীতি নির্ধারণ ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। লোক প্রশাসন বিভাগ শিক্ষার্থীদের সুশাসন প্রতিষ্ঠায় নানা কৌশল পদ্ধতি শেখায়। উপাচার্য সুশাসন প্রতিষ্ঠার জন্য শুদ্ধাচারের কৌশল প্রচলনের আহবান জানান।
তিনি বলেন, সব প্রতিষ্ঠানে বার্ষিক কর্মসম্পাদনা ও মূল্যায়ন রীতি চালু করা উচিত। এতে লক্ষ্য অর্জনে নতুন নতুন পদ্ধতি গ্রহণ করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিভার্সিটি অব প্রফেশনালস্-এর প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মজুমদার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, সেমিনারের আহবায়ক ড. নুরুল আমিন প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি ড. জেবউননেছা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন