শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আজই শ্রীলঙ্কার হোয়াইটওয়াশ উৎসব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

সিরিজে আগের তিন ইনিংসে নিজেদের স্কোর ছাড়াতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ নিতে পেরেছে চতুর্থ দিনে। চাইলে এসব থেকেই খুঁজে নিতে হবে সান্ত¡না। বাকিটা আগের মতোই। আরেকটি বড় জয়ের সামনে শ্রীলঙ্কা। সিরিজে হোয়াইটওয়াশের তেতো স্বাদ পাওয়ার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ইনিংসে জয়ের লক্ষ্য ৪৯০। গতকাল দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ১৩৯ রানে।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। ইনিংস ঘোষণা করে তারা ৫ উইকেটে ২৭৫ রান নিয়ে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানই সম্ভাবনা জাগিয়েছিলেন সেঞ্চুরির। তবে করতে পারেননি কেউই। ৮৫ রান করে লুঙ্গি এনগিডির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন দিমুথ করুনারতেœ। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ৭১ রানে ফেরার কেশভ মহারাজ। ম্যাথিউস আউট হওয়ার খানিক পরই ইনিংস ঘোষণা দেয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের ৯টির সঙ্গে দ্বিতীয় ইনিংসে মহারাজের উইকেট ৩টি।
সিরিজ জুড়ে লঙ্কান স্পিনারদের সামনে ধুঁকতে থাকা দক্ষিণ আফ্রিকার জন্য ৪৯০ রানের লক্ষ্য বলা যায় ধরাছোঁয়ার বাইরে। দেখার ছিল, লড়াই তারা কতটা করতে পারে। কিন্তু লড়াইয়ের ছাপ খুব বেশি নেই শেষ ইনিংসেও। ডিন এলগার একটু চেষ্টা করেছেন প্রতিরোধের। তিনে নামা টিউনিস ডি ব্রæইন চেয়েছেন সুইপের পর সুইপে লঙ্কান স্পিনাদের জবাব দিতে। কিন্তু এলগারকে ৩৭ রানে ফেরান দিলরুয়ান পেরেরা। প্রোটিয়াদের মিডল অর্ডার ব্যর্থ আবারও। তিন লঙ্কান স্পিনার মিলে নিয়েছেন ৫ উইকেট। ৪টি সুযোগ হাতছাড়া করেছে লঙ্কানরা, নইলে দক্ষিণ আফ্রিকার অবস্থা হতে পারত আরও করুণ। ডি ব্রæইন দিন শেষ করেছেন ৪৫ রানে অপরাজিত থেকে। সিরিজে প্রথমবার দেড়শ রানের কাছাকাছি প্রোটিয়ারা।

স ং ক্ষি প্ত স্কো র
শ্রীলঙ্কা : ৩৩৮ ও ২য় ইনিংস : ৮১ ওভারে ২৭৫/৫ (ডি.) (আগের দিন ১৫১/৩) (করুনাতেœ ৮৫, ম্যাথিউস ৭১, রোশেন ৩২*, ডিকভেলা ৭*; মহারাজ ৩/১৫৪, রাবাদা ০/৪২, মারক্রাম ০/১৮, ডি ব্রæইন ০/২০, স্টেইন ০/৩০, এনগিডি ১/৯, এলগার ০/২)।
দক্ষিণ আফ্রিকা : ১২৪ ও ২য় ইনিংস : (লক্ষ্য ৪৯০ রান) ৪১ ওভারে ১৩৯/৫ (এলগার ৩৭, মারক্রাম ১৪, ডি ব্রæইন ৪৫*, আমলা ৬, দু প্লেসি ৭, মহারাজ ০, বাভুমা ১৪*; হেরাথ ২/৫৪, দিলরুয়ান ১/৩৮, ধনঞ্জয়া ২/৩৫)।
এবার উইলিয়ানে চোখ বার্সার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন