রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নাটকের দুই চরিত্রই বাজেটের সিংহভাগ টাকা নিয়ে নেয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

এখন বেশিরভাগ নাটকে খুব বেশি চরিত্র দেখা যায় না। বিশেষ করে একক নাটকে। বেশিরভাগ নাটকেই কোনো পরিবার থাকে না। পরিবার ছাড়াই নির্মাণ হচ্ছে নাটক।শুধু নায়ক-নায়িকার ওপর ভর করেই নির্মাণ হচ্ছে নাটক। নাটকের বাজেটের সিংহভাগ টাকা এই দুইজনের পেছনেই ব্যয় হয়ে যায়। ফলে অন্য চরিত্র নির্মাতারা চিন্তা করতে পারেন না। বিশিষ্ট অভিনেতা ও নাট্যনির্দেশক মামুনুর রশীদ বলেন, আমি এখন আর নাটক নির্মাণ করছি না। এর কারণ দুটি চরিত্র যদি সব টাকা নিয়ে যায় তাহলে আমরা কীভাবে বাকি শিল্পীদের টাকা দেব? আর মাত্র দুজন শিল্পী নিয়ে অনেকেই নাটক নির্মাণ করছেন। কিন্তু আমি তো তা পারি না। আমি গল্প চিন্তা করলেই দেখি একটি পরিবারকে কেন্দ্র করে কিছু ছেলেমেয়ে। নাটকে যারা অতিরিক্ত টাকা নিচ্ছেন তারা যেমন অন্যায় করছেন, তেমনি যারা বেশি টাকা দিয়ে নিচ্ছেন তারাও অন্যায় করছেন। অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, আসলে ছোট শিল্পীরা টাকা পান না এমনটা ঠিক নয়। কারণ এখন শিল্পী, প্রযোজক, পরিচালকদের আলাদা সংগঠন আছে। যে কারণে টাকা না দিয়ে কাজ করালে জবাবদিহিতার জায়গা তৈরি হয়েছে। দেখা যায় যে, পরিচালক তার ড্রাইভারকে দিয়ে শট নেন, পাশের পরিচিত জনকে দিয়ে অভিনয় করান। কারণ শিল্পী দিয়ে অভিনয় করার বাজেট নেই। এতে নাটকের মান খারাপ হওয়াই স্বাভাবিক। আমি মনে করি, বিষয়টির সমাধান হওয়া প্রয়োজন। আর টেলিভিশন ও এজেন্সিগুলোকে এসব দিকে নজর দেয়া প্রয়োজন। নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডসের সাধারণ স¤পাদক এস এ হক অলিক বলেন, আমরা বিষয়টি নিয়ে অনেকের সাথেই কথা বলেছি। আমরা খুব তাড়াতাড়ি বিষয়টি সুরাহা করার চেষ্টা করব। তবে আমরা একা কাজটি করতে পারব না। আমাদের নাটকের শিল্পী, প্রযোজকদের সংগঠনও আছে। আমরা তাদের সাথে বলে বিষয়টি নিয়ে কথা বলব। এরই মধ্যে আমাদের মৌখিকভাবে কথা হয়েছে। আশা করি, তিন সংগঠন মিলে একটা সিদ্ধান্ত নিতে পারব। এক পরিচালক বলেন, আমাদের আসলে কিছু করার নেই। কারণ টিভি থেকে বলে দেয়া হয় এই গল্পের জন্য কাকে দিয়ে কাজ করাতে হবে। আমরা যখন সেই শিল্পীর কাছে শিডিউলের জন্য যাই তিনি নাটকের অর্ধেক টাকা দাবি করেন। এখন একটা নাটকে যে বাজেট থাকে তার থেকে ৭০ ভাগ টাকা নিয়ে নেন নায়ক ও নায়িকা। আমরা কীভাবে পরিবার নিয়ে সুন্দর একটি নাটক নির্মাণ করব। এখন যদি আমি আমার নাম প্রকাশ করে কথাগুলো বলি তাহলে আমাকে আর শিল্পীরা শিডিউলই দেবেন না। তখন বেশি টাকা দিয়েও শিল্পী পাব না। টেলিভিশন নাটকে নায়ক ও নায়িকা এই দুই চরিত্রের জন্য কয়েকজন শিল্পীই ঘুরেফিরে অভিনয় করেন, এই অবস্থারও পরিবর্তন দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন