শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপিতে গ্রেফতার আতঙ্ক আ.লীগ চায় নৌকার বিজয়

ফয়সাল আমীন | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম | আপডেট : ২:১১ পিএম, ২৪ জুলাই, ২০১৮

গ্রেফতার আতংকে ভূগছেন সিলেট বিএনপি নেতাকর্মীরা। এরাই মুলত দল সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী চালিকা শক্তি বা প্রাণ। কেন্দ্রিয় ও স্থানীয় বিএনপির শীর্ষ ৩৯ জন নেতা সহ অজ্ঞাতনামা ৬০জনের বিরুদ্ধে মামলা দায়ের ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছে সর্বত্র। ‘পুলিশের কাজে বাধা প্রদানের’ অভিযোগে গত রবিরাব এ মামলা করেন মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই ফয়েজ আহমদ। গতকাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ ও ছাত্রদল কর্মী এনামুল হককে এ মামলায় গ্রেফতার করা হয়েছে। আসামীদের তালিকায় রয়েছেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপিসাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ। এদের মধ্যে কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক আরিফের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব।
এদিকে, গতকাল দুপুরে সিলেট নগরীর দরগা গেইটস্থ শহীদ সুলেমান হলে সিলেট জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট কেন্দ্র কমিটিকে নিয়ে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক। এসময় তিনি বলেন, সিলেটে নৌকার বিজয় নিশ্চিত করাই হবে শেখ হাসিনার জন্য বড় উপহার।
সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ। কর্মীসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম অ্যাডভোকেট বেলাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটনসহ সিলেট জেলা ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার কার্যক্রম চালানোর জন্য গঠিত ভোটকেন্দ্র কমিটির নেতৃবৃন্দ।
কামরানের গণসংযোগ:
গতকালনগরীর ২১নং ওয়ার্ডের সোনারপাড়া, হাতিমবাগ, গোলাপবাগ ও শাপলাবাগ এলাকায় গণসংযোগকালে কালে আ্‘লীগ সমর্থিত প্রার্থী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, নৌকার পক্ষে নগরে গণজোয়ার ওঠেছে। জনতার রায়ে নির্বাচনে নৌকারই বিজয় হবে-ই।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর আ‘লীগের অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ গতকাল নগরীর ওসমানী মেডিকেল কলেজ কোয়ার্টার, নাসিং হোস্টেল, মেডিকেল কলোনীসহ আশপাশের এলাকায় নৌকার পক্ষে গণসংযোগকালে বলেন, জ্বালাও-পোড়াও, বোমাবাজি মানুষ হত্যাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত জোট। একারণে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হবে এবং বোমাবাজ দুর্নীতিবাজদের বয়কট করতে হবে।’
হাত পাখার গণসংযোগে সিলেট আসছেন কেন্দ্রীয় নেতারা:
পীর চরমোনাই মনোনীত ডা. মোয়াজ্জেম হোসেনের হাত পাখার পক্ষে গণসংযোগ করতে ইসলামী আন্দোলন বাংলাদেশেরর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আসছেন আজ মঙ্গলবার।
ইসলামী আন্দোলন ও তার সহযোগী সংগঠনের মধ্যে উপাস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জাতীয় শিক্ষক ফোরমের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাবেক মেয়র প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ, ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, ইসলামী যুব আন্দোলন এস কেন্দ্রীয় সভা সভাপতি ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম সহ উপাস্থিত থাকবেন কেন্দ্র থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন