শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ট্রেনের টিকিটভ্রান্তি থেকে মুক্তি চাই

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

আজকাল ট্রেনের টিকিট হাতে পাওয়া সোনার হরিণে পরিণত হয়েছে। স্টেশনে ট্রেন আসার আগেই শোনা যায়, টিকিট শেষ। সেদিন চাঁদপুর থেকে চট্টগ্রাম আসার সময় দেখলাম, প্রায় ২০০ বা এর চেয়েও বেশি মানুষ লাইনে দাঁড়ানো ছিল। তাদের মাঝে মাত্র প্রথম ২০ জন টিকিট পেয়েছে। টিকিট না পাওয়াদের মধ্যে আমিও একজন। একটু পর একজন লোক এসে ৮৫ টাকার টিকিট ৩০০ টাকায় বিক্রি করতে চাইল। আমি জানতে চাইলাম, আপনি টিকিট কোথায় পেয়েছেন? সে বলল, আমার কাছে থাকে। আমি আবার জানতে চাইলাম, কয়টা আছে? সে বলল, আপনার কয়টা লাগবে? বুঝতে আর বাকি রইল না, টিকিট ব্যাক হয়েছে। এখন প্রশ্ন হলো, ৮৫ টাকার টিকিট ৩০০ টাকায় কেনার সামর্থ্য কি সবার থাকে? আর ৮৫ টাকার টিকিট ৩০০ টাকায় কিনবে কেন? তারা টিকিট কিভাবে ব্যাক করল? নিশ্চয় দায়িত্বরত কর্মকর্তা এর সঙ্গে জড়িত। এমন অপরাধমূলক কর্মকাÐ যেন না ঘটতে পারে তার ব্যবস্থা গ্রহণ করুন।
আফফান ইয়াসিন,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন