দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও এসএম জাকির হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার নাগর নদের কোল ঘেঁষে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালিয়েছে।
এ দিন ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরের পূর্ব সুখানগাড়ী এলাকায় আব্দুল হামিদের স্ত্রী বারিউন নাহারের সদ্য নির্মাণাধীন পাকা বাড়ির পিলারসহ বিভিন্ন অবকাঠামো ভেঙে দেন। সেই সাথে নদের কোল ঘেঁষে ভবিষ্যতে অবৈধ নির্মাণ না করারও নির্দেশ দেন।
উল্লেখ্য, বারিউন নাহার নাগর নদ দখল করে কোল ঘেঁষে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ শুরু করে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওই নদ দখল করে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ কাজ বন্ধ ও তা অপসারণ করার জন্য নোটিশ প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী এসএম জাকির হোসেন জানান, নাগর নদের তলদেশের জায়গা অবৈধভাবে দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন