শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সাটুরিয়ার ব্রি-48 ধানের দ্বিগুণ ফলন

সাটুরিয়া (মানিকগঞ্জ) থেকে সোহেল রানা খান | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রথমবারের মতো উচ্চ ফলনশীল নতুন জাতের ব্রি-৪৮ (আউশ) ধান চাষ করে দ্বিগুণ ফলন পেয়েছেন কৃষকেরা। পূর্বে প্রতি বছর স্থানীয় জাতের ধান চাষ করে যে ফলন পেতেন, নতুন জাতের ব্রি-৪৮ ধান চাষ করে এ বছর তার চেয়ে দ্বিগুণ ফলন পেয়েছেন তারা। আর প্রথমবার চাষেই দ্বিগুণ ফলন হওয়ায় নতুন এ জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে এলাকার কৃষকদের। সাটুরিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সাটুরিয়া উপজেলার কৃষকরা আউশ মৌসুমে স্থানীয় বিভিন্ন প্রজাতির ধান আবাদ করে থাকে। এ বছর আউশ মৌসুমে সাটুরিয়া উপজেলা কৃষি বিভাগের পরামর্শে প্রদর্শনী হিসেবে স্থানীয় ৩২ জন কৃষকে এবং প্রণোদনা হিসেবে ২০০ জন কৃষকে উচ্চ ফলনশীল ব্রি-৪৮ ধানের (আউশ ধান) বীজ ও সার দেয়া হয়। সাটুরিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এনএটিপি-২ প্রকল্পের আওতায় কৃষকদেরকে প্রদর্শনীর জন্য বীজ ও সার সরবরাহ করা হয়েছে। গত সপ্তাহ থেকে প্রদর্শনী স্পটগুলোতে ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুক‚লে থাকায় ও এ জাতের ধানের জীবনকাল কম হওয়ায় এবং পোকামাকড় দমনে কৃষি বিভাগের পরামর্শে প্রতি শতক জমিতে ২০ থেকে ২৫ কেজি পর্যন্ত ফলন হয়েছে যা অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ।
সাটুরিয়ার বরাঈদের কৃষাণী ঝিলিমন বেগম জানান, স্থানীয় জাতের ধান আবাদ করে প্রতি শতক জমিতে ১০ থেকে ১৫ কেজির বেশি ফলন হয় না। এ বছর নতুন জাতের ব্রি-৪৮ ধান চাষ করে আমরা প্রতি শতাংশ জমিতে ২০ থেকে ২৫ কেজি ফলন পেয়েছি। সাটুরিয়ার পাড়াগ্রামের কৃষক নুরুল ইসলাম জানান, প্রথম বারের মতো ব্রি-৪৮ ধান চাষ করে ভালো ফলন পেয়েছি। অন্য ধানের তুলনায় এ ধানটি মোটা ও কিছুটা লম্বা। সাটুরিয়ায় কৃষক সেলিম হোসেন ও সবদুল মিয়া জানান, ব্রি-৪৮ ধানের চাষে এবার আমরা বেশি ফলন পেয়েছি। সামনের বছর এ জাতের আউশ ধান আরো বেশি আবাদ করব। সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক জানান, সাটুরিয়া এলাকায় কৃষকরা স্থানীয় আউশ ধানের আবাদ করত। এ বছর আমরা কৃষকদের সাথে মতবিনিময় সভা করে উচ্চ ফলনশীল নতুন ব্রি-৪৮ ধান আবাদ করার পরামর্শ দেই এবং প্রদর্শনী হিসেবে ৩২ জন কৃষককে বীজ সরবরাহ করি। এ ছাড়া ২০০ কৃষককে প্রণোদনা হিসেবে বীজ ও সার দেয়া হয়। কৃষকরা এ ধান চাষ করে প্রচুর ফলন পেয়েছে। তুলনামূলক খরচ কম হওয়া এবং ফলন বেশি পাওয়ায় এলাকার কৃষকদের মাঝে এ প্রজাতির ধান চাষে আগ্রহ বেড়েছে। তাদের ফলন দেখে এলাকার অন্যান্য কৃষক বীজ পাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন। আগামী মৌসুমে প্রায় ৫০০ হেক্টর জমিতে এ ধানের আবাদ হবে বলে আশা করা যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন