শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

শাহবাগে লাইসেন্স তল্লাশিতে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০৬ পিএম
নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে রাজধানীর শাহবাগে আবারও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ সময় তারা প্রতিটি পয়েন্টে অবস্থান নিয়ে গাড়ির লাইসেন্স তল্লাশি করছে।
 
শনিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তারা অবস্থান নিতে শুরু করে। তারা অন্যদিনের মতো ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
 
এ সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি মাইক্রোবাসের লাইসেন্স না থাকায় তারা আটকিয়ে দেয়। পরে দায়িত্বরত সার্জেন্ট মামলা দিলে তারা গাড়িটি ছেড়ে দেয়।
 
সলিমুল্লাহ ডিগ্রি কলেজের ছাত্র মাশরাফি আহমেদ বলেন, আমরা সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন করবো। আজকে আমরা কেউ উল্টো পথে আসছে কি না এবং লাইসেন্স আছে কি না চেক করছি। আমরা এর মাধ্যমে দেখিয়ে দিতে চাই পরিবহনখাতে শৃঙ্খলা সম্ভব।
 
এদিকে, বিআরটিসির বাস ছাড়া অন্য কোনো ধরনের বাস চলাচল করতে দেখা যায়নি। পর্যাপ্ত বাস না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন