সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিশেষ নাটক ল্যাবরেটরী

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে এনটিভিতে রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ল্যাবরেটরী’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। হাসান রেজাউলের পরিচালনায় এখানে অভিনয় করেছেন তারিন, আজাদ আবুল কালাম, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, মানস বন্দ্যোপাধ্যায়। ‘নন্দকিশোর বাবু ব্যবসায়ী মানুষ হলেও নিজ আগ্রহে গড়ে তোলেন একটি ল্যাবরেটরি। পাঞ্জাবে ব্যবসায়িক কাজে গিয়ে পরিচয় হয় সোহিনী নামে এক তরুণীর সঙ্গে। পরিচয় থেকে ভালো লাগা এবং বিয়ে। তাদের একটি মেয়ের জন্ম হয়, নাম নীলা। কিছুদিন পর নন্দবাবু মারা গেলে ল্যাবরেটরির সকল দায়িত্ব এসে পরে সোহিনীর কাঁধে। তার ইচ্ছে এখানে কাজ করে ছেলে-মেয়ে দেশ-বিদেশে নাম করুক। এ নিয়ে মা মেয়ের মধ্যে মানসিক দ্ব›দ্ব শুরু হয়। ল্যাবরেটরির জন্য একজন ভালো ছেলে খোঁজে। বিজ্ঞানের অধ্যাপক মন্মথ চৌধুরী সোহিনীর খুব ভালো বন্ধুসম। তিনি রেবতী ভট্টাচার্য নামে তাঁর প্রিয় ছাত্রের খোঁজ দেয়। সাক্ষাতের পর সোহিনী ঐ ছেলেকেই ল্যাবরেটরির দায়িত্ব অর্পণ করে। এদিকে নীলা তার বন্ধুসম বঙ্কু বাবুকে নিয়ে ফন্দি আটে কিভাবে ল্যাবরেটরির ফান্ড নিজের করে নেয়া যায়। প্রথমেই রেবতীকে ভালোবাসার জালে আবদ্ধ করে। একদিন সোহানী আম্বালা বেড়াতে গেলে নীলা রেবতীকে তাদের সংগঠন জাগানী ক্লাবের প্রেসিডেন্ট করে। এ উপলক্ষে রেবতী একটি ভোজ সভার আয়োজন করে। সেখানে এসে হঠাৎ উপস্থিত হয় সোহিনী।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন