শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অপুর হাতে ২৫ সেলাই!

এশিয়া কাপে অনিশ্চিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ফুটবল খেলায় এমন ঘটনার কথা শোনা যায়, ক্রিকেটেও? বাংলাদেশ দলের বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর ক্ষেত্রে ঘটেছে এমনই অবাক করার মতো এক ঘটনা। ক্যারিবীয় ব্যাটসম্যান চাডউইক ওয়ালটনের বুটের স্পাইকের আঘাতে হাতের আঙুলে ২৫টি সেলাই পড়েছে তার। এই চোটে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অপু। তবে পুনর্বাসন প্রক্রিয়া শেষে এশিয়া কাপের আগে তার ফেরার আশা করছেন বিসিবি চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বেশ ভালোই অবদান ছিল নাজমুল অপুর। আগের ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট। শেষ ম্যাচেও তাই তিনি ছিলেন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বোলিং করতে এসেই আচমকা ইনজুরির কবলে পড়ে যান এই স্পিনার। গেলপরশু ফ্লোরিডায় তৃতীয় টি-টোয়েন্টিতে পঞ্চম ওভারে বল হাতে পান নাজমুল। তৃতীয় বল করার পর নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা চ্যাডউইক ওয়ালটনের বুটের স্পাইক তার বাম হাতে লাগে। মুহূর্তেই হলো ক্ষত-বিক্ষত। সঙ্গে সঙ্গে অপুকে নিয়ে যাওয়া হলো ড্রেসিংরুমে। সেখান থেকে হাসপাতালে। পরে জানা যায় কাটা জায়গায় দিতে হয়েছে ২৫টি সেলাই।
ম্যাচের দিন সন্ধ্যায়ও নঅপুর ইনজুরি সম্পর্কে দেবাশীষ মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেননি। তবে গতকাল দুপুরে এ নিয়ে কথা বলেছেন তিনি। ফ্লোরিডা থেকে অপুর হাতের ইনজুরির বিভিন্ন ছবি মেইলে পাঠানো হয়েছে তার কাছে। তা দেখেই গতকাল নিজের মতামত দিয়েছেন ডাক্তার দেবাশীষ, ‘অপুর বোলিং হ্যান্ডে লেক্রেশন ইনজুরি হয়। ব্যাটসম্যানের পায়ের নিচে চাপ পড়ে হাতের উল্টো পিঠে প্রায় চার জায়গায় কেটে যায়। তবে এক্সরের মাধ্যমে দেখা গেছে তার হাড়ে কোন ইনজুরি হয়নি। শুধু মাত্র সফট টিস্যু ইনজুরি। ২৫ সেলাই নিয়ে কেউ কেউ সংশয়ে ছিলেন। তবে আসলেই ২৫টি সেলাই দিতে হয়েছে নাজমুল অপুর হাতে এবং সেটা এক জায়গায় নয়, ৪ জায়গায় ক্ষত হয়েছে। তার তিনটি তেমন গুরুতর নয়। হয়তো ১২-১৪ দিনের মধ্যে সেরে উঠবে। কিন্তু অপুর স্পিনিং ফিঙ্গারে ক্যারিবীয় ব্যাটসম্যান চাডউইক ওয়ালটনের যে বুটের স্পাইকের ক্ষত আছে, সেটা সারতে সময় লাগবে।’
কতদিন তা নিশ্চিত করে বলতে না পারলেও দেবাশীষের ধারণা, মাসখানেক লেগে যেতে পারে। আপাতত পুরোপুরি বিশ্রামে থাকতে হবে নাজমুলকে, ক্ষত শুকালে কাটা হবে সেলাই, ‘এর মধ্যে তিনটা লেক্রেশন খুব একটা সমস্যা করবে না। একটা লেক্রেশন যেহেতু জয়েন্টের ওপরে, সেটা সারতে একটু সময় লাগতে পারে। আপাতত দুই থেকে তিন সপ্তাহের বিশ্রামের পর আমরা স্টিচ রিমুভ করব। এরপর বুঝা যাবে কতোটা সময় লাগতে পারে। আপাতত দুই থেকে তিন সপ্তাহের মত বিশ্রামে থাকতে হবে।’
বাংলাদেশের পরের খেলা এশিয়া কাপে। ১৫ সেপ্টেম্বর আসরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। রঙিন পোশাকে দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে নাজমুল এখন দলে নিয়মিত। এশিয়া কাপের দলেও তিনি হতে পারেন বড় ভরসা। যদি মাস খানেকের মধ্যেও সেরে উঠে তবেই কেবল এশিয়া কাপ খেলতে পারবেন অপু। যদি এর চেয়ে বেশি সময় লেগে যায়, তবে এই টুর্নামেন্টে বাইরেই থাকতে হবে এই স্পিনারকে, ‘আপাতত তিন সপ্তাহ সে খেলার বাইরে থাকবে। প্রপার ইনজুরি হিলিংয়ের জন্য বিশ্রামটা খুব দরকার। এরপর কিছুদিন পুনর্বাসন করতে হবে। সব মিলিয়ে আগামী তিন সপ্তাহর মধ্যে ওর খেলায় ফিরে আসার কোন সম্ভাবনা নেই।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন