সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

প্রশ্ন: অত্যধিক বৃষ্টিপাত বা আগের দিন মেঘে ঢাকা আকাশে চাঁদ দেখা না যাওয়ার কারণে ঈদের নামায যথাসময়ে আদায় না করা হলে কী করতে হবে?
উ: এমতাবস্থায় ঈদুল ফিতরের নামায দ্বিতীয় দিন আর ঈদুল আযহার নামায তৃতীয় দিন পর্যন্ত আদায় করা যাবে। (আলমগীরী)
প্রশ্ন: ঈদের নামায কয় রাকাত? এর জন্য আযান ইকামত আছে কি?
উ: দুই রাকাত। এর জন্য আযান ইকামত প্রয়োজন হয় না।
প্রশ্ন: অতিরিক্ত তাকবীরসমূহের মধ্যে কিছু পড়তে হয় কি?
উ: না, এসময় তিন তাসবীহ পরিমাণ চুপ থাকা ভালো।
প্রশ্ন: ইমাম অতিরিক্ত ৩ তাকবীর দেয়ার পর কেউ যদি দাঁড়ানো অবস্থাতেই জামাআতে শামিল হয়, তাহলে কী করবে?
উ: প্রথমে নিজের ছুটে যাওয়া তাকবীর দিবে এবং পরে ইমামের অনুসরণ করবে।
প্রশ্ন: কেউ যদি প্রথম রাকাতের রুক‚তে শামিল হয়, তাহলে কিভাবে তাকবীর দিবে?
উ: এক্ষেত্রে তাকবীর আদায় করে রুক‚তে শামিল হওয়ার মতো সময় থাকলে দাঁড়িয়ে তাকবীর দিবে। সময় না থাকলে রুক‚তে যেয়ে তাকবীর দিবে। আর যদি তার অবস্থা এরূপ হয় যে, রুক‚তে গিয়েও সব তাকবীর দিতে পারলো না, তাহলে ইমামের সাথে চলচে, তার উপর তাকবীরের দায়িত্ব থাকবে না।
প্রশ্ন: কেউ যদি ‘তাশাহহুদ’ এর মধ্যে জামাআতে শামিল হয়, তাহলে কী করবে?
উ: ইমামের সালাম ফিরানোর পর সে যথারীতি দুই রাকাত নামায অতিরিক্ত ৬ তাকবীরসহ আদায় করবে।
প্রশ্ন: কেউ যদি রুক‚ থেকে দাঁড়ানোর পর জামাআতে শামিল হয, তাহলে কী করবে?
উ: এমতাবস্থায় যেহেতু সে প্রথম রকাত পায়নি, সালাম ফিরানোর পর যখন যে একা ঐ রাকাত পড়বে, তখন তাকে কেরাতের পর রুক‚তে যাওয়ার পূর্বে ওই ৩ তাকবীর আদায় করতে হবে। একই অবস্থ হবে সিজদাহ বা ২য় রাকাতে শামিল হওয়া লোকের বেলায়। তবে লাহেক ইমামের মতই ছুটে যাওয়া তাকবীর কেরাতের পূর্বে আদায় করবে। -মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন