বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘সুপার সুইমার’ রিকাকো

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

চীনকে পেছনে ফেলে জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস সাঁতারের শ্রেষ্ঠত্ব অর্জন করলো জাপান। তারা ১৯টি স্বর্ণ, ২০ রৌপ্য ও ১৩ ব্রোঞ্জসহ মোট ৫২টি পদক জিতে শীর্ষস্থানে থেকেই আসর শেষ করলো। তালিকার দ্বিতীয় স্থানে থাকা চীন ১৯ স্বর্ণ, ১৭ রৌপ্য ও ১৪ ব্রোঞ্জসহ ৫০টি পদক জিতেছে। সিঙ্গাপুর ২স্বর্ণ, ১ রৌপ্য ও ৩ ব্রোঞ্জসহ ৬টি পদক জিতে পেয়েছে তৃতীয়স্থান। এশিয়ান গেমস সাঁতারে সর্বমোট ৪১টি স্বর্ণের নিষ্পত্তি হয়। শুক্রবার গেমসের সাঁতার প্রতিযোগিতার শেষ দিনে দু’টি করে সোনা, রুপা ও ব্রোঞ্জপদক জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখায় জাপান। জাপানের এই কৃতিত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ১৮ বছর বয়সী নারী সাঁতারু ইকে রিকাকো। মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইলের শেষ দিনে ২৪.৫৩ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করে নতুন গেমস রেকর্ড গড়ে স্বর্ণ জিতেন রিকাকো। এর মাধ্যমে জাপানীজ এই তরুণী সর্বমোট ৬টি সোনা ও ২ রৌপ্যসহ ৮টি পদক জিতে সাঁতারের পুলে নিজের আধিপত্য দেখান। একইসঙ্গে এশিয়াডের ‘সুপার সুইমার’ তকমাটি নিয়েই রিকাকো দেশে ফিরে যাচ্ছেন। সাঁতারের ৪১টি পদকের লড়াইয়ে স্বাগতিক ইন্দোনেশিয়া কোন পদক জয় করতে পারেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন