ঝালকাঠির রাজাপুরে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো-উপজেলার বামনকাঠি গ্রামের মো. আলী আহম্মেদ তালুকদারের ছেলে মো. নাজমুল হুদা (চমন) তালুকদার (৩৫), কেওতা গ্রামের মৃতহাজী আ. রব হাওলাদারের ছেলে মো. আলমগীর হায়দার (৭০), বড় কৈবর্তখালী গ্রামের মৃত আশ্রাব আলী সিকদারের ছেলে ইউপি সদস্য মো. কামরুল ইসলাম চুন্নু (৫২), সাংগর গ্রামের মৃত নুরুল হক মৃধার ছেলে মো. আ. করিম বাবুল মৃধা (৫০) ও চাড়াখালী গ্রামের মো. ইব্রাহীম ফরাজীর ছেলে মো. সাদ্দাম হোসেন ফরাজী। গতকাল দুপুরে আটককৃতদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন